মণিরামপুর মশ্বিমনগর ইউনিয়ন ইসলামী আন্দোলনের রমযানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
আব্দুল্লাহ আল মামুন,
মণিরামপুর মশ্বিমনগর ইউনিয়ন ইসলামী আন্দোলনের রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ই রমযান বিকেলে মশ্বিমনগর জামে মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মণিরামপুর থানার জয়েন্ট সেক্রেটারী মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী গোলাম রব্বানী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল,ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আল মামুন সহ মশ্বিমনগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান মৃতদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।