মনিরামপুরে জাতীয় পার্টির ইফতার বিতরণ
মনিরামপুর:যশোরের মনিরামপুরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিকেলে কর্মহীন অসহায়, অসচ্ছল ও ভ্যান চালকদের মাঝে ইফতার বিতরণ করেছে মনিরামপুর উপজেলা জাতীয় পার্টি। গত বুধবার (২৬ মার্চ)পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার শান্তি কামনায় এ ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় তরুণ পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান,পৌর জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক মফিজুর রহমান,ঠাকুরিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাফিজুর রহমান,কুলটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।