মনিরামপুর পাইলট ২০১৬ ব্যাচের ঈদ পূর্ণ মিলনী ও ইফতার অনুষ্ঠান
মনিরামপুর উপজেলা প্রতিনিধি:যশোরের মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পূর্নমিলনী ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার পারখাজুরা বাওড়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ইফতার করা হয় নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ বাওড় পাড়েই বসেই। অনুষ্ঠানে যারা উপস্থিত হতে পারিনি দেশের বাইরে থাকাই ও বিভিন্ন কারণে তারা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।
এসময় ২০১৬ ব্যাচের শিক্ষার্থীরা বলেন,আমরা শৈশব-কৈশোরের খোঁজে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়।সুখ-দুঃখের স্মৃতি রোমান্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।পরবর্তী বছর ২০২৬ সালে ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বড় করে আয়োজন করবো। সেখানে সবাই অংশ গ্রহণ করবে।