রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার ২ শাখার পক্ষ থেকে ১৫০ জন অসহায় গরীব মানুষের মাঝে ঈদুল ফিতরের উপহার বিতরণ
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়ের সুইচগেট সংলগ্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার ২ শাখার পরিচালক আব্দুর রহিম বাদল প্রমুখ নিজ অর্থয়নে ঈদুল ফিতর উপলক্ষে রবিবার (৩০ মার্চ ) বিকাল ৪ টার দিকে ১৫০ জনকে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ২ শাখার কার্যলয়ে অসহায় গরীব মানুষের মাঝে চাউল, চিনি, সেমাই, দুধ বিতরণ করা হয়।
চাউল, চিনি, সেমাই, এবং দুধ পেয়ে অনেক আনন্দ ও খুশি তারা , তারা আরও বলেন ঈদুল ফিতর আসলে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ২ শাখার পরিচালক আব্দুর রহিম বাদল আমাদের মত অসহায় গরীব মানুষের মাঝে চাউল, চিনি, সেমাই, দুধ বিতরণ করেন, আব্দুর রহিম বাদল সাংবাদিকদের কে বলেন ঈদুল ফিতর আসলে আমি অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার দিয়ে থাকি। ঈদুল ফিতরের উপহার পেয়ে রৌমারী ৩ নং বন্দবেড় ইউনিয়নের সালমা খাতুন বলেন এবার আমি ঈদ ভালো ভাবে কাটাতে পারব। খন্জনমারা গ্রামের ছমিরুন নেছা বলেন আমার পরিবার নিয়ে ভালো ভাবে ঈদে খেতে পারব।