মণিরামপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, যশোর
যশোরের মণিরামপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।৬ই এপ্রিল রোববার বিকেলে মণিরামপুর কারী মিয়া ক্যাডেট মাদ্রাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী শেখের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি গাজী মোহাম্মদ শহর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক কামরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।