ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 50;
আব্দুল্লাহ আল মামুন, যশোর
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা।৭ই এপ্রিল সোমবার বিকেলে মণিরামপুর পৌরসভার সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন, জেলা বিএনপির নেতা আলহাজ্ব মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শামছুদ্দিন আজাদী, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাইন ইকবাল সানি,শরিফ মাহমুদ,নাছিমুল বারী সাইমুন,লিটন হাসান, রিয়াদ হোসেন, জিহাদুল ইসলাম জিত, আজিজুর রহমান, নাহিদ হাসান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনর শিক্ষার্থীরা ও হাজার হাজার তৌহিদি জনতা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়।