মণিরামপুরে বিল ও ফসলি জমি রক্ষার্থে ঘের অপসারণ ও পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
আব্দুল্লাহ আল মামুন, যশোর
মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর উত্তর আলী গ্রামের কোচবিল মাঠে বিল ও ফসলী জমি প্রাকৃতিক বিল রক্ষার দাবিতে ও পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ই মে, বুধবার আয়োজিত এই মানববন্ধনে জমির মালিক ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা অংশ নেন। তারা অনৈতিকভাবে স্থাপিত মৎস্য ঘের অপসারণ ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এলাকার আবাদি জমি ও বিল দখল করে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি মাছের ঘের তৈরি করেছেন। এর ফলে জমিতে পানি জমে থাকে, ধানসহ অন্যান্য ফসল চাষ বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষিজীবীদের জীবিকায় বিপর্যয় নেমে এসেছে। তারা বলেন, "এই অঞ্চলের কৃষির উপর নির্ভর করে হাজারো পরিবার। ঘেরের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, ফলে ফসলহানির পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।"
সমাবেশে কৃষক মনির পাটোয়ারী, সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, কোরবান আলীসহ আরো অনেকে বক্তব্য রাখেন। তারা দ্রুত ঘেরগুলো অপসারণ করে স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত ও আবাদি জমির স্থায়িত্ব রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
প্রকাশকঃ আব্দুল্লাহ আল মামুন ইমেইল [email protected] মোবাইল নাম্বারঃ 01609145462 প্রধান সম্পাদকঃ কবি সাহিত্যিক সাংবাদিক মোশাররফ হোসেন
All rights reserved © 2025