দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন নির্বাচিত হয়েছে
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন। শুক্রবার (৯ মে) বিকেলে তেঁতুলিয়া অডিটোরিয়াম চত্বরে আয়োজিত এ সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শাহাদাত হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম শাহীন নির্বাচিত হন।
একইসঙ্গে দুটি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন আবু বকর সিদ্দিক কাবুল ও আবু সাঈদ মিয়া। সম্মেলন শেষে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট রইচ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্বে দলকে পুনর্গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশকঃ আব্দুল্লাহ আল মামুন ইমেইল [email protected] মোবাইল নাম্বারঃ 01609145462 প্রধান সম্পাদকঃ কবি সাহিত্যিক সাংবাদিক মোশাররফ হোসেন
All rights reserved © 2025