মণিরামপুর জয়পুরে সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় প্রশাসন নীরব,ছাত্র জনতার বিক্ষোভ
আব্দুল্লাহ আল মামুন, যশোর
মণিরামপুরে সর্বস্তরের ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর জয়পুরে হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৩ই মে মঙ্গলবার বিকেলে মণিরামপুর পৌরসভার সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রিয়াদ হোসেন ,অভি হাসান জুবায়ের ইনামুল, নোমান, মহিবুল্লাহ সহ শতশত ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন কয়েকদিন আগে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক জয়পুরে এক ব্যক্তি আহত হয়েছেন।আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, কিন্তু সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। রিয়াদ হোসেন আরো বলেন যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি হবে আরো কঠোর। সমাবেশে বক্তারা বলেন আজ আট নয়মাস হয়ে গেলেও আওয়ামী সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে, স্বাধীন বাংলার পরবর্তীতে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক আমার ভাইদের আহত করা হয় তবুও প্রশাসন নীরব ভূমিকায়। যদি প্রশাসন আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে আমরা এই অপরাধীদের প্রতিহত করবো।