ঢাকাSaturday , 17 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আত্মহত্যা
  5. আন্তর্জাতিক
  6. আসামী গ্রেফতার
  7. ইফতার বিতরণ
  8. ইফতার মাহফিল
  9. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  10. ঈদ পুনর্মিলনী
  11. ঈদ মোবারক
  12. ঈদ সামগ্রী বিতরণ
  13. ঈদের শুভেচ্ছা
  14. ক্যাম্পাস
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর কাশিমপুর তালপুকুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

admin
May 17, 2025 3:17 pm
Link Copied!

মণিরামপুর কাশিমপুর তালপুকুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

যশোরের মণিরামপুর কাশিপুর তালপুকুর মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।মাঠের দু’পাশ দিয়ে হাজার হাজার নারী-পুরুষ,বৃদ্ধ-শিশু এবং আগত অথিতিদের শতভাক নিরাপত্তা জোরদারে ঘোড়দৌড় আয়োজক কমিটির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছিলো মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী।
১৭ই মে শনিবার বিকাল ৪টায় উপজেলার কাশিপুর তালপুকুর মাঠে আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় রকেট,আল্লাহ ভরসা,আল্লার দান,আশার আলো,পঙ্কিরাজ,পাখি,সুলতান আলীবাবা,বিদ্যুত,লালচাদ সহ বিভিন্ন সব বাহারী নামের ১৩টি ঘোড়াসহ সাওয়ারীরা পার্শবর্তী নড়াইল,বাঘারপাড়া,অভয়নগর,তালা জেলা উপজেলা থেকে অংশগ্রহন করতে আসে।
বিকাল ৪টাই সময় নির্ধারন থাকলেও পজিসন দখল করতে সকাল থেকেই ভীড় করতে থাকে আনন্দ প্রিয় প্রেমীরা।
প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বাবলার পরিচালিত এ ঘোড়দৌড় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও খুলনার তারুন্যার সমাবেশ মাঠ থেকে ভার্চুয়াল ভিডিওয়তে অনুষ্ঠানের সার্বিক খোজ রাখেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।তবে মঞ্চে উপস্থিত থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথির সহধর্মিণী মেরী ইকবাল ও ছেলে হাসাইন ইকবাল সানি।
এ ছাড়াও জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মুসা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু খুলনার তারুন্যের সমাবেশে থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানান আয়োজক কমিটি।
এ সময় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,মণিরামপুর খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিবার রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম,মাহবুবুর রহমান নাজিম,বিএনপি নেতা আলমগীর সিদ্দিক,আবু হানিফা সহ বিভিন্ন মহলের শীর্ষ স্থানীয় ব্যাক্তিবর্গ।
আয়োজক কমিটির মোঃ তরিকুল ইসলাম জানান,আমি বুঝতে শেখা হতে দেখি প্রতিবছর তালপুকুর মাঠে ঘোড়দৌড় হয়।ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরাও প্রতিবছর আয়োজন করি,তবে মাঝে সৈরাচার দোসরের কয়েক বছর এ আয়োজন করতে পারিনি।আগামিতেও ঘোড়দৌড় আয়োজন হবে ইনশাআল্লাহ।