ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার নয় ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঘুগরাইল গ্রামের ফারুক, সহ সম্পাদক আজিজুর রহমান সহ সাত আটজনের একটি চক্র ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে। গতকাল রাত আনুমানিক রাত ১১ টার দিকে স্থানীয় বাজারের পাশেই পাড়দিয়া গ্রামে ঘটে এমন ন্যাক্কার জন্য ঘটনা । এর আগেও ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজি, গরীবদের চালের কার্ড তছরূপ সহ নানা অভিযোগে অভিযুক্ত এই ফারুক গ্যাং। জানা যায় গতকাল রাত ১১ টার দিকে চন্ডিপুর গ্রামের সরদার পাড়ার রহমত উল্লাহর ছেলে জামালের বাড়িতে ফারুক , আজিজুর , জগাই, কাশিপুর গ্রামের মহিরের ছেলে মাসুমসহ ৭-৮ জন ডাকাতি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে পরে ফারুক আজিজুর জগাই ও মাসুমকে গণপিটুনি দেয়ার পরে ফারুক, জগাই , মাসুম পালিয়ে গেলেও আজিজুর রহমান পালাতে পারেনি পরে তাকে স্থানীয় জনগণ পুলিশের সোপর্দ করে । স্থানীয় লোকজন জানাই এর আগেও ফারুক সহ তার গ্যাং গরিবের ভিজিএফ কার্ড সহ নানা রকম চাঁদাবাজি ও হয়রানি মূলক কর্মকাণ্ড চালিয়েছে, কিন্তু গতকাল গাছ কাটা তিন লক্ষ টাকার চাঁদাবাজি সহ ডাকাতি করার সময় তারা জনগণের হাতে ধরা পড়ে । এ ব্যাপারে পুলিশের কাছে জানতে চাইলে তারা জানান ওসি সাহেব এ বিষয়ে তদন্ত করে সিদ্ধান্ত নিবেন । এই প্রতিবেদন লেখা পর্যন্ত আজিজুর থানা হাজতে রয়েছে । স্থানীয় জনগণ ফারুক ও তার গ্যাং এর বিরুদ্ধে পুলিশ ও বিএনপি'র হাই কমান্ডের কাছে বিচারের দাবি করেছেন যেন খুব দ্রুত তাদের পদপদবি বাতিল সহ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেন ।
প্রকাশকঃ আব্দুল্লাহ আল মামুন ইমেইল [email protected] মোবাইল নাম্বারঃ 01609145462 প্রধান সম্পাদকঃ কবি সাহিত্যিক সাংবাদিক মোশাররফ হোসেন
All rights reserved © 2025