পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন: ১৩ শিশুসহ ২১ বাংলাদেশি আটক
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে ১৩ শিশু, ৬ নারী ও ২ পুরুষসহ মোট ২১ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে নীলফামারীস্থ ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭-এর ১০ নম্বর সাব পিলার দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে।
পুশইন হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, তারা অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন সেখানকার বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি গুজরাট রাজ্যে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে তাদের বিমানযোগে কলকাতায় আনা হয় এবং পরবর্তীতে বাসে করে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে পাঠানো হয়। এরপর ২২ মে রাত ২টার দিকে টিয়াপাড়া সীমান্ত গেট দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।
বিজিবির জয়ধরভাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্তে সন্দেহজনক চলাফেরা দেখে তাদের আটক করে। তাদের সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “বিএসএফ কর্তৃক এভাবে অবৈধ পুশইন আন্তর্জাতিক আইন ও নীতিমালার লঙ্ঘন। আমরা এ নিয়ে পতাকা বৈঠকে বিএসএফের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছি। নিয়ম অনুযায়ী, বিএসএফের উচিত ছিল বিজিবিকে জানিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের হস্তান্তর করা। বিজিবি সবসময় সীমান্তে সতর্ক রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।”
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে আটক হওয়া শিশুদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে জানা গেছ।
প্রকাশকঃ আব্দুল্লাহ আল মামুন ইমেইল [email protected] মোবাইল নাম্বারঃ 01609145462 প্রধান সম্পাদকঃ কবি সাহিত্যিক সাংবাদিক মোশাররফ হোসেন
All rights reserved © 2025