রৌমারীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তার
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ৫২ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩০) নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে রৌমারী বাজারের কম্পিউটার গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ ,
রৌমারী থানার অফিসার ভারপ্রাপ্ত ইনচার্জ লুৎফর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এক ব্যক্তি ইয়াবাসহ বাজারে অবস্থান করছে। দ্রুত অভিযান চালিয়ে আবুল আজাদকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৫২ পিস
তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন এবং তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, স্থানীয়দের মধ্যে এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।
প্রকাশকঃ আব্দুল্লাহ আল মামুন ইমেইল [email protected] মোবাইল নাম্বারঃ 01609145462 প্রধান সম্পাদকঃ কবি সাহিত্যিক সাংবাদিক মোশাররফ হোসেন
All rights reserved © 2025