“বিএনপি করায় হারিয়েছিলাম চাকরি, ১৩ বছর পর ফিরে পেলাম সম্মান – পঞ্চগড়ের সন্তান গনি মিয়া”
(সেকশন অফিসার জাতীয় বিশ্ববিদ্যালয়)
পঞ্চগড় সদর উপজেলার হাড়িবাসা ইউনিয়নের গর্বিত সন্তান ওসমান গনি দীর্ঘ ১৩ বছর পর ফিরে পেলেন নিজের হারানো চাকরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।
২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেই থেকে শুরু হয় এক অসীম লড়াই – আইনি প্রক্রিয়া, আবেদন-নিবেদন আর অপেক্ষার দীর্ঘ যাত্রা।
ওসমান গনি বলেন, “আমি কেবল ন্যায়বিচার চেয়েছি। রাজনীতি করা কোনো অপরাধ নয়। অন্যায়ভাবে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছিল। আজ ১৩ বছর পর সেই ন্যায়বিচার পেয়ে আমি ভীষণ আনন্দিত।”
তিনি আরও জানান, এই দীর্ঘ সময়ে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষ তার পাশে ছিলেন। তাই চাকরি ফিরে পাওয়ার এই আনন্দ শুধু তার একার নয়, পুরো হাড়িবাসা ইউনিয়নের মানুষের।
দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়ের জয় হলো। ওসমান গনির ফিরে পাওয়া চাকরি যেন প্রমাণ করে – সত্য কখনও চাপা থাকে না, ন্যায় অবশেষে জয়ী হয়।
শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি