রৌমারীতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক সম্রাট গ্রেপ্তার
আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৫ নং যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্ৰামের চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৯) ও আনোয়ার হোসেনের ছেলে মানিক মিয়া (২৯) কে ৪ কেজি ৫০০ গ্ৰাম গাঁজা ৩০৪৫ পিস ইয়াবা, ৩ টি ভারতীয় ব্রান্ডের মোবাইল ফোন ও ৪ টি ভারতীয় রুপিসহ গ্রেপ্তার করে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগার চর গ্ৰামের চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন এবং আনোয়ারের ছেলে মানিক মিয়ার বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
রৌমারী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন , গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।