৫৩ বছর অনেক সরকার দেখেছি, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি মণিরামপুরে যুব জামায়াতের সমাবেশে -গাজী এনামুল হক
আব্দুল্লাহ আল মামুন যশোর
যশোরের মনিরামপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন যুব জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৩ এপ্রিল শুক্রবার বিকেলে মণিরামপুর আলিয়া মাদ্রাসার মাঠে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। মণিরামপুর যুব জামায়াতের সভাপতি এইচ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, জেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক মণিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য নুরে আলী নুর মামুন, মণিরামপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম সহ মণিরামপুর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন আমরা ৫৩ বছর অনেক সরকার দেখেছি, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।